ইনসাইড পলিটিক্স

আশাভঙ্গ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/02/2019


Thumbnail

নির্বাচনে তাঁরা মনোনয়ন পাননি। মনোনয়ন না পেলেও তাঁদের আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ডেকেছিলেন। নির্বাচন পরিচালনার কাজে তাদের অংশগ্রহণ করতে বলেছিলেন। সকলেই মনে করেছিলেন, নির্বাচনের পর হয়তো তাদের কপালে কিছু জুটবে। কিন্তু এখন পর্যন্ত তাঁদের জন্য কোন সুখবর নেই। এরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং সাংঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। ৩০ ডিসেম্বর নির্বাচনে এদের কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন না দিলেও প্রধানমন্ত্রী এদেরকে বলেছিলেন নির্বাচন পরিচালনা করতে। সেই অনুযায়ী তারা নির্বাচন পরিচালনা কমিটিতে অংশগ্রহণ করেছেন এবং সুনিপুনভাবে দায়িত্ব পালন করেছেন। এরা প্রত্যেকেই আশা করেছিলেন, নির্বাচনের পরে হয়তো তারা কিছু না কিছু পাবেন। কিন্তু নির্বাচনে বিপুল বিজয়ের পর যে সরকার গঠন হলো, সেখানে মন্ত্রিসভায় তাদেরকে রাখা হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে বিন্যাস, সেখানেও তাদের স্থান হয়নি। এমনকি নির্বাচনের সময় তারা দলের বিভিন্ন কর্মকান্ড নিয়ে সংবাদ সম্মেলন এবং কথাবার্তা বলতে পারতেন। এখন সেটাও দলের সাধারণ সম্পাদকের একক এখতিয়ার ভুক্ত বিষয়বস্তুতে পরিণত হয়েছে। কাজেই এই চার নেতার মধ্যে প্রতিদিন হতাশা বাড়ছে। তাঁরা অপেক্ষায় আছেন, কিন্তু তাদের অপেক্ষার প্রহর যেন কাটছে না।

 

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭