ইনসাইড বাংলাদেশ

কর্মস্থলে বিলম্ব, শার্শায় সিভিল সার্জনদের কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/02/2019


Thumbnail

যশোরের শার্শা উপজেলার (নাভারণ-বুরুজবাগান) সরকারী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের অবহেলা ও কমিশন বাণিজ্যের সংবাদ প্রকাশিত হওয়ায় নড়ে-চড়ে বসেছে যশোর সিভিল সার্জনের অফিস।

যশোর সিভিল সার্জন দিলীপ কুমার রায়ের ঝটিকা পরিদর্শনে ডাক্তারসহ ৫ জনকে উপস্থিত পরিলক্ষিত হয়। তিনি তাৎক্ষণিক তাদের অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অশোক কুমার সাহা স্বাক্ষরিত পরিপত্রে ডেন্টাল সার্জন রাবেয়া সুলতানা ও তার সহকারী ডেন্টাল মেডিকেল টেকনোলজিস্ট আনিছুর রহমান, ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্ট হুমায়ুন কবীর, ইপিআই টেকনোলজিস্ট মাহমুদুর রহমান ও টি এল সি এ বিভাগের সাইদুর রহমানকে ৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালে রোগী সেবার কাজে চিকিৎসকদের নিয়োজিত থাকার নিয়ম থাকলেও বিলম্বে হাসপাতালে উপস্থিত হওয়ায় উপজেলার (নাভারণ-বুরুজবাগান) সরকারী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকসহ ১০ জনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা।

বাংলা ইনসাইডার/বিকে/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭