ইনসাইড বাংলাদেশ

প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/02/2019


Thumbnail

সারা দেশে পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। মোট ৫ ধাপে হবে উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে ১২ জেলার ৮৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি জানান, ২য় ধাপে নির্বাচন হবে ১৮মার্চ, ৩য় ধাপে ভোট ২৪ মার্চ, ৪র্থ ধাপে ভোট ৩১ মার্চ এবং ৫ম ধাপে ভোট হবে ১৮ জুন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে। সেগুলো হচ্ছে- রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সবকটি উপজেলা, লালমনিরহাট জেলার সবকটি উপজেলায়, রংপুর জেলার সবগুলো উপজেলা এবং কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলা, নীলফামারী জেলার সবকটি উপজেলায়।

ময়মনসিংহ বিভাগের নেত্রকোণার আটপাড়া উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা, জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট প্রথম ধাপে ভোট হবে।

সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলায় ভোট হবে। জয়পুরহাট জেলার সবকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন হবে এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন হবে।

ইসি সচিব জানান, ১১ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। বাছাই ১২ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।

 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭