ইনসাইড পলিটিক্স

মনোনয়ন বাণিজ্যের অভিযোগে বিএনপি নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/02/2019


Thumbnail

পদত্যাগ করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শহীদুল হক জামাল। তিনি বিএনপির টিকেটে চারবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি হুইপ, চিফ হুইপ ছিলেন। তিনি রেড ক্রিসেন্টের সংসদীয় চেয়ারম্যানের দায়িত্ব পালনও করেছিলেন।

গত নির্বাচনে তিনি বরিশাল-২ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন শহীদুল হক জামাল। কিন্তু তিনি মনোনয়ন পাননি। তিনি অভিযোগ করেছেন, মনোয়ন বাণিজ্য করে জনৈক শরফুদ্দীন সরকার সান্টুর কাছ থেকে টাকা নিয়ে তাকে (জামাল) মনোয়ন বঞ্চিত করা হয়েছে। যেহেতু বিএনপির কোন দিক নির্দেশনা নেই, বিএনপি ভ্রান্ত রাজনীতি করছে এজন্য তিনি বিএনপি থেকে আনুষ্ঠানিক পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

বাংলা ইনসাইডারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি দিকভ্রান্তের রাজনীতি। তারেক জিয়া যতদিন থাকবে ততদিন বিএনপির কোন ভবিষ্যৎ নেই। এই দল জিয়াউর রহমানের আদর্শচ্যূত হয়েছেন বিধায় এই দলে থাকার কোন যৌক্তিকতা আছে বলি আমি মনে করি না।’

 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭