ইনসাইড বাংলাদেশ

প্রথমবারের মত সংসদ অধিবেশনে মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/02/2019


Thumbnail

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা আজ (মঙ্গলবার) সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন। বিকেল ৫টার দিকে সংসদে প্রবেশ করেন মাশরাফি। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ৩০ জানুয়ারি। তবে বিপিএল নিয়ে ব্যস্ত থাকার কারণে অধিবেশনের শুরুতে সংসদে যোগ দিতে পারেন নি তিনি।

নির্বাচনের মাত্র ৫ দিন পরই শুরু হয়ে যায় বিপিএলের জমজমাট লড়াই। মাশরাফি বিপিএলে নেতৃত্ব দিচ্ছেন রংপুর রাইডার্সকে। তার নেতৃত্বে গত আসরে রংপুর বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবারের আসরে গতকাল রংপুর রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে উঠে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এই পরাজয়ের পরও আরেকটি সুযোগ থাকছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্সের সামনে। আগামীকাল আর সেই সুযোগ কাজে লাগানোর জন্য মুখিয়ে আছেন মাশরাফি। ঢাকা ডায়নামাইটস আর চিটাগাং ভাইকিংসের মধ্যকার এলিমিনেটর ম্যাচের বিজয়ী সাকিব বাহিনীর সঙ্গে এখন প্লে-অফ পর্বে খেলা বাকি মাশরাফি বাহিনীর। আগামীকাল বুধবার ওই লড়াই। যার বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে ৮ ফেব্রুয়ারির ফাইনাল খেলবে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭