ইনসাইড পলিটিক্স

ড. কামালের অস্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/02/2019


Thumbnail

আজ খালেদা জিয়ার কারাজীবনের একবছর পূর্তি হচ্ছে। এই উপলক্ষে বিএনপি চেয়েছিল যে, সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা বিবৃতি। যেখানে বলা থাকবে, বেগম খালেদা জিয়াকে যেন অবিলম্বে মুক্তি দেয়া হয়। এবং সবাইকে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন সংগ্রামে আহ্বান করার কথা সম্বলিত একটি বিবৃতি দেয়ার কথা ছিল।

বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সঙ্গে এব্যাপারে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু ড. কামাল হোসেন এরকম বিবৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। কামাল হোসেনের ঘনিষ্ঠ সূত্ররা বলছে ড. কামাল হোসেন বলেছেন, যেহেতু আদালতে মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। এটা সাব জুডিস ম্যাটার। এজন্য তিনি খালেদা জিয়ার মুক্তির দাবীতে কোনো বিবৃতি দিতে অসম্মতি জানিয়েছেন। যার ফলে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে খালেদা জিয়ার কারাবন্দিত্বের বর্ষপূর্তিতে কোনো বিবৃতি দেয়া সম্ভব হলো না।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭