ওয়ার্ল্ড ইনসাইড

বিষাক্ত মদপানে ৩৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/02/2019


Thumbnail

ভারতের উত্তরাঞ্চলের কয়েকটি গ্রামে বিষাক্ত মদ খেয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে পড়েছেন আরও অন্তত ২৭ জন। আজ শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের পাশাপাশি কয়েকটি গ্রামে মদ খেয়ে ২৬ জন মারা গেছে। অন্যদিকে উত্তরাখন্ডে মারা গেছে ১৩ জন। মৃতদের বেশিরভাগই উত্তরাখন্ডের বালাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় পুলিশ প্রশাসন বলছে, মৃতদের দেহ ময়না তদন্ত করে বিষাক্ত মেথানলের উপস্থিতি পাওয়া গেছে। যা মদপানে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রাজ্য দু’টিতে বিষাক্ত মদ রাখার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। অন্যদিকে রাজ্য সরকার কাজে গাফেলতির অভিযোগে ১২ জন পুলিশসহ ৩৫ জন কর্মকর্তাকে সাসপেন্ড করেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭