ইনসাইড পলিটিক্স

শরিকদের চোখে ভিলেন কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/02/2019


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সম্পর্ক ভালো নেই ১৪ দলের। ১৪ দলের একাধিক নেতা ওবায়দুল কাদেরকে ১৪ দলের প্রতিপক্ষ মনে করছেন। তারা মনে করছেন ওবায়দুল কাদেরের জন্যই প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের দূরত্ব বেড়েছে। এই জোটকে কাদের অকার্যকর করার চেষ্টা করছেন বলেও অনেকের অভিযোগ।

যদিও ওবায়দুল কাদের এসব অভিযোগ আমলে নিতে রাজী নন। বরং ওবায়দুল কাদের মনে করেন ‘৩০ ডিসেম্বরের নির্বাচনের পর ১৪ দলের ঐক্য আরো প্রগাঢ় হয়েছে।’ ১৪ দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন, ১৪ দলকে নিস্ক্রিয় করা হলে আওয়ামী লীগই সবথেকে ক্ষতিগ্রস্থ হবে।

আওয়ামী লীগের সাথে ১৪ দলের মনোমালিন্যের সূচনা একাদশ জাতীয় সংসদের মনোনয়ন নিয়ে। ঐ মনোনয়নে আওয়ামী লীগ শরিকদের জন্য আসন ছেড়ে দিয়েছিল তাতে সন্তুষ্ট হয়নি জাসদ এবং ওয়াকার্স পাটি। এই দুই দলই বেশ কিছু আসনে নিজস্ব দলীয় প্রতীকে প্রার্থী দাড় করায়। আসন বন্টনে শরিকদের বঞ্চনার জন্য ১৪ দলের শরিকরা দায়ী করেন ওবায়দুল কাদেরকে। ১৪ দলের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ‘আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চাইলেও শরিকদের আরো ৪/৫টি আসন ছেড়ে দিতে পারতেন। কিন্তু তিনি দেননি।’

৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিপুল বিজয় অর্জন করে। ৭ জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা। এই মন্ত্রসভায় ১৪ দলের শরিকদের বাদ দেয়া হয়। এখানেও শরিকদের চোখে ভিলেন কাদের। ১৪ দলের একজন নেতা বলেছেন  ‘আওয়ামীলীগের একক মন্ত্রিসভার ধারণাটি ওবায়দুল কাদেরের মস্তিস্ক প্রসূত।’ আওয়ামী লীগ সভাপতিকে তিনি এটা বুঝিয়েছেন। কিন্তু আওয়ামী লীগে কাদের বিরোধিরাই এই মতের সঙ্গে একমত নন। তারা মনে করেন ‘মন্ত্রিসভা থেকে ১৪ দল এবং সিনিয়র নেতাদের বাদ দেয়ার সিদ্ধান্তটি শেখ হাসিনার একক সিদ্ধান্ত।’

কিন্তু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় ১৪ দলের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক। তিনি বলেন ‘আওয়ামী লীগের শরিকদের বিরোধি দলেই থাকা উচিত। ’ ওবায়দুল কাদেরের এই বক্তব্যে ১৪ দলে তোলপাড় শুরু হয়। ১৪ দলের অন্যতম নেতা রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিবাদ করেন। তিনি বলেন ‘একই প্রতীক নিয়ে নির্বাচন করে শরিকরা বিরোধি দল হতে পারে না।’ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও মেনন তার অবস্থান এবং ভ‚মিকা নিয়ে ‘বিব্রত’ বলে মন্তব্য করেন। প্রকাশ্যে ১৪ দলের নেতারা তাদের অস্বস্তির কথা বলছেন, আর নিজেদের মধ্যে আলোচনায় তারা ওবায়দুল কাদেরকেই দূষছেন।

১৪ দলের একজন নেতা না প্রকাশ না করার শর্তে বলেছেন ‘ওবায়দুল কাদের সব সময়ই ১৪ দলের প্রতি অনাগ্রহী ছিলেন। ১৪ দলের বৈঠকেও তার উৎসাহ ছিলো না। এজন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের দূরত্ব তৈরী করছেন।’

তবে, আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেছেন ১৪ দলের মধ্যে কোন সংকট নেই। ১৪ দল আছে থাকবে-এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা। মন্ত্রিসভায় না থাকলেই কষ্ট পেতে হবে কেন? ওবায়দুল কাদের বলেন, সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর একক এখতিয়ার।

 

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭