ওয়ার্ল্ড ইনসাইড

রাস্তার নামকে ‘না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/02/2019


Thumbnail

কোনো ঠিকানা লিখতে গেলে রাস্তার নাম যেন এক অপরিহার্য বিষয়। রাস্তার নাম জানা না থাকলে কারো বাসা খুঁজে পাওয়াটাও মহা ঝক্কির কাজ। কিন্তু এই অতি জরুরী বিষয়টিকেই ‘না’ বলেছে জার্মানির হিলগারমিশেন শহরের মানুষ।

রাস্তার নাম থাকবে কিনা তা নিয়ে গত রোববার এক গণভোট আয়োজন করে হিলগারমিশেন শহরের মিউনিসিপ্যালিটি। সেই গণভোটে শহরের ২ হাজার ২০০ বাসিন্দার মধ্যে ৬০ শতাংশই রাস্তার নাম না থাকার পক্ষে ভোট দেয়। কিন্তু এর কারণটা কী? বাসিন্দারা বলছেন, তারা তাদের বিশেষত্ব হারাতে চান না। কিন্তু তাদের বিশেষত্বটা আবার কী?

হিলগারমিশেন সম্ভবত সারা বিশ্বের একমাত্র শহর যেখানকার কোন রাস্তারই নাম নেই। শহরটির কারো বাড়িতে যেতে হলে বাড়ির নম্বরটাই ভরসা। এজন্য নতুন কেউ হিলগারমিশেনে এলে নানা ঝামেলায় পড়েন। কারো বাড়ি খুঁজে পেতেই কয়েক ঘণ্টা পেরিয়ে যায়। অ্যাম্বুলেন্স পরিষেবা বা ফুড ডেলিভারির ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়। ১৯৭০ সালে কয়েকটি গ্রাম নিয়ে এই পৌরশহরটি গড়ে তোলার পর থেকেই এসব সমস্যা চলে আসছে। কিন্তু এসব কিছুর সঙ্গেই মানিয়ে নিয়েছেন এলাকার মানুষ। রাস্তার নাম ছাড়াই দিব্যি কাটিয়ে দিচ্ছেন তারা।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭