ইনসাইড বাংলাদেশ

প্রতীক পেলেন ঢাকা উত্তরের ৫ মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/02/2019


Thumbnail

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার সকালে প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রতীক পাওয়া পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম- নৌকা, জাতীয় পার্টির শাফিন আহমেদ- লাঙল, ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান-আম, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান- বাঘ এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম- টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। ভোটের ৩২ ঘণ্টা আগ পর্যন্ত এই প্রচারণা চালাতে পারবেন তারা।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭