ইনসাইড বাংলাদেশ

সৈয়দা জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/02/2019


Thumbnail

কিশোরগঞ্জ-১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি।

একাদশ জাতীয় সংসদে কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে নতুন করে তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। ৩ ফেব্রুয়ারি বাছাই শেষে একমাত্র বৈধ প্রার্থী থাকেন সৈয়দা জাকিয়া নূর লিপি। আজ ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ থাকলেও আর কোন প্রার্থী না থাকায় সৈয়দা জাকিয়া নূর লিপি বেসরকারী ভাবে নির্বাচিত হন।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭