ওয়ার্ল্ড ইনসাইড

ভ্রমণের আস্তাকুঁড় ভারত!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/02/2019


Thumbnail

পর্যটন কেন্দ্রের দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতকে এগিয়ে রাখেন অনেকেই। সস্তায় ভ্রমণের প্রসঙ্গ উঠলেও এই দেশটির নাম চলে আসে সবার আগে। কিন্তু নিরাপদ ও স্বস্তির ভ্রমণের দিক থেকে শীর্ষ ১০ দেশের মধ্যে ভারতকে স্থানই দেয়নি বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস। বেশ কয়েকজন বিদেশি পর্যটক ভারতকে ভ্রমণের আস্তাকুঁড় হিসেবেও উল্লেখ করেছেন।

আশ্চর্যের বিষয় হলো, স্বস্তির ভ্রমণের শীর্ষ দশে ফোর্বস ভারতকে স্থান না দিলেও পাকিস্তানকে তালিকায় রেখেছে। নিরাপদে ভ্রমণের দিক থেকে দেশটির হানঝা, শিগার ও খাপলু উপত্যকাগুলিকে আট নম্বর স্থানে রেখেছে তারা।

ফোর্বসের তালিকার শীর্ষে আছে পর্তুগালের আজোর্স দ্বীপপুঞ্জ। এরপর দুইয়ে আছে ভূটানের পূর্বাঞ্চল। তিন, চার আর পাঁচে আছে যথাক্রমে মেক্সিকো লস ক্যাবো্‌ কলম্বিয়া আর ইথিওপিয়া। ষষ্ঠ আর সপ্তমে যথাক্রমে মাদাগাস্কার ও মঙ্গোলিয়া। সর্বশেষ দুটি নাম হলো রুয়ান্ডা ও তুরস্কের রিভিয়েরা অঞ্চল।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭