ইনসাইড গ্রাউন্ড

ভারমুক্ত হচ্ছেন ম্যানইউ’র কোচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/02/2019


Thumbnail

অবশেষে ভারমুক্ত হতে যাচ্ছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ গানার শোলসকায়ের। এমনটাই দাবি করেছে ব্রিটিশ মিডিয়া।

গত বছর ডিসেম্বরে দলের বাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত হন ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো। এরপর ম্যানইউ’র অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান শোলসকায়ের। তাঁর অধীনে ঘুরে দাঁড়িয়েছে রেড ডেভিলরা। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত আছে ম্যানইউ। ১০ জয়ের বিপরীতে ড্র করেছে একটি ম্যাচে।

দলের এমন পারফরম্যান্সে বেশ খুশি ইংলিশ ক্লাবটির কর্তারা। বোর্ড অব ডিরেক্টরসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধম্য ‘দ্য ডেইলি সান’ জানায়, আগামী সপ্তাহে শোলসকায়েরকে ভারমুক্ত করতে যাচ্ছে ম্যানইউ। আপাতত অন্তর্বর্তীকালীন এই কোচের সঙ্গে চলতি মৌসুমের জন্য চুক্তি করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭