ইনসাইড ইকোনমি

৬ ব্যাংক থেকে টাকা পাঠানো যাবে বিকাশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/02/2019


Thumbnail

গ্রাহকরা  এখন দেশের ছয়টি বেসরকারি ব্যাংক থেকে মোবাইলে টাকা লেনদেনের মাধ্যম বিকাশে টাকা পাঠাতে পারবেন। ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ও বিকাশ অ্যাপ ব্যবহার করে নতুন এ সেবার আওতায় আসতে পারবেন ব্যাংকগুলোর গ্রাহকরা।

বিকাশের সিইও কামাল কাদির গণমাধ্যমকে বলেন, এ সেবার মাধ্যমে ৬ ব্যাংকের গ্রাহকরা তাদের হিসাব থেকে তাৎক্ষণিক বিকাশ হিসাবে টাকা পাঠাতে পারবেন। ব্যাংকগুলো হল- ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক এবং বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংককের গ্রাহকদেরও এই সুবিধার আওতায় আনা হবে বলে জানান তিনি।

বর্তমানে সারা দেশে ৩ কোটি ১০ লাখের বেশি বিকাশ গ্রাহক রয়েছে।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭