ইনসাইড গ্রাউন্ড

সেন্ট লুসিয়ায় বোলারদের রাজত্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/02/2019


Thumbnail

সেন্ট লুসিয়া টেস্টে দাপট দেখাচ্ছে বোলাররা। টেস্টের দ্বিতীয় দিনে পতন হয়েছে দুই দলের ১৬ উইকেট। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ সফলে প্রথমবারের মতো কোন টেস্টে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড।

তিন ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্টে ক্যারিবিয়দের কাছে পাত্তায় পায়নি ইংল্যান্ড। দুই টেস্টে ইংলিশরা হেরেছে বড় ব্যবধানে। কিন্তু এই টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৪২ রানের লিড নিয়েছে ইংল্যান্ড।

দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ২৭৭ রানে অলআউট হয় ইংলিশরা। পরে পেসার মার্ক উড ও স্পিনার মঈন আলী মিলে গুটিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। মাত্র ১৫৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। ইংল্যান্ডের পেসার মার্ক উড ৫টি ও মঈন নেন চার উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ 

ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৭৭ (বাটলার ৬৭, স্টোকস ৭৯) (রোচ ৪/৪৮)

উইন্ডিজ প্রথম ইনিংসঃ ১৫৪ (ক্যাম্পবেল ৪১, ডওরিচ ৩৮), (উড ৫/৪১, মঈন ৪/৩৬)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ১৯/০ (ররি বার্নস ১০*, কিটন জেনিংস ৮*) 

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭