ইনসাইড বাংলাদেশ

মন্ত্রীর পদমর্যাদায় সংসদ উপনেতা সাজেদা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/02/2019


Thumbnail

মন্ত্রীর পদমর্যাদায় সংসদ উপনেতা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে সংসদ উপনেতা হিসেবে অনুমোদন দিয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি সৈয়দা সাজেদা চৌধুরীকে উপনেতা করার জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে চতুর্থবারের মতো সাংসদ নির্বাচিত হন।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজেদা চৌধুরী ২০০৯ সাল থেকে সংসদ উপনেতার দায়িত্ব পালন করে আসছেন। একাদশ জাতীয় সংসদের উপনেতা হওয়ায় তিনি তৃতীয়বারের মতো এই দায়িত্ব পেলেন।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭