ইনসাইড গ্রাউন্ড

ম্যাচ বাই ম্যাচ খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/02/2019


Thumbnail

নিউজল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাচ বাই ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের এমন মনোভাবের কথা জানিয়েছেন দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের কারণে কন্ডিশনিং ক্যাম্প করতে পারেনি টাইগাররা। তাই প্রস্তুতিতে কিছুটা ঘাটতি ছিল। কিন্তু রোববার নিউজিল্যান্ড একাদশে বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর সেই ঘাটতি থাকবে না বলে মনে করেন দলের তরুণ তুর্কী মেহেদী হাসান মিরাজ, ‘ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। শেষ একমাস আমরা টি-টোয়েন্টি খেলেছি। এখন ওয়ানডে খেলতে হবে, তাই প্রস্তুতি ম্যাচটি আমাদের বেশ সহায়তা দেবে।’

প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করেন মিরাজ। সেই হারলেও ইতিবাচক বেশকিছু দিক রয়েছে বলে জানান তিনি, ‘বিশেষ করে নিউজিল্যান্ডের কন্ডিশন কেমন হবে, ব্যাটসম্যান বোলাররা কিভাবে মানিয়ে নিবে, এইসব দিক জানা দরকার ছিল। আমাদের একমাত্র সুযোগ ছিল এটা, আমরা তা ভালোভাবে কাজে লাগিয়েছি।’

নিউজল্যান্ডের মাটিতে সিরিজ জিততে প্রতিটি ম্যাচে ভালো করতে হবে বলে মনে করেন মিরাজ, ‘আমরা অনেক পরিশ্রম করছি। সামনের ম্যাচগুলোতে এটা আমাদের কাজে দেবে। সবগুলো ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্ব পাচ্ছে।’

নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে টাইগারদের মিশন।

বাংলা ইনসাইডার/আরইউ/এআরএন



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭