ইনসাইড গ্রাউন্ড

কিউইদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/02/2019


Thumbnail

আগামীকাল ১৩ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি নেপিয়ারে শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যালেন নাইন।

ব্যক্তিগত অর্জন ছাড়া নিউজিল্যান্ডের মাঠিতে কিছুই পায়নি বাংলাদেশ। এবারও সেই একই ইতিহাস পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা। বিপিএলের কারণে ওয়ানডে ম্যাচের প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। একই সঙ্গে ইনজুরির কারণে স্কোয়াডে নেই সাকিব আল হাসান। তাই আক্ষেপের সুরে দলের অধিনায়ক মাশরাফি বলেন, ‘সাকিব কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সেটা নতুন করে বলার দরকার নেই। নিউজিল্যান্ড সফর কঠিন চ্যালেঞ্জ। সাকিব ছাড়া চ্যালেঞ্জটা দ্বিগুণ কঠিন হলো।

যদিও ওয়ানডে ক্রিকেটে ক্রমাগত উন্নতির কারণে বাংলাদেশকে সমীহ করে সারা বিশ্ব। এই সমীহ করাতে পিছিয়ে নেই নিউজিল্যান্ডও। নিজেদের মাঠিতে বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যান কিউইদের পক্ষে কথা বলেও টাইগারদের নিয়ে বেশ সতর্ক নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

 

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭