ইনসাইড গ্রাউন্ড

ম্যানইউ’র মুখোমুখি নেইমারবিহীন পিএসজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/02/2019


Thumbnail

দীর্ঘ বিরতির পর আবারো শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি। এছাড়া অপর ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমার প্রতিপক্ষ পোর্তো। ম্যাচ দুইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

নতুন কোচ ওলে গানার শোলসকায়েরের অধীনে দুর্দান্ত ফর্মে রয়েছে ম্যানইউ। টানা ১১ ম্যাচে ১০ জয় আর এক ড্র’তে বেশ ফুরফুরে মেজাজে আছে রেডডেভিলরা। অন্যদিকে ইনজুরির কারণে ১০ সপ্তাহ মাঠের বাইরে আছেন নেইমার। সেই ধাক্কা সামলে ওঠার আগে নতুন করে ইনজুরিতে পড়েছেন আরেক তারকা ফুটবলার এডিনসন কাভানি। পুরোপুরি ফিট নন মার্কো ভেরাত্তিও। যদিও লিগ ওয়ানে কিলিয়ান এমবাপের পারফর্ম্যান্স আশা জাগাচ্ছে কোচ টমাস টাসেলকে। এছাড়া আছেন অভিজ্ঞ মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। সাবেক ক্লাবের বিপক্ষে ভালো কিছু করে দেখাতে চান এই আর্জেন্টাইন।

 

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭