ইনসাইড পলিটিক্স

সুপ্রিম কোর্টেও হেভিওয়েটরা বাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/02/2019


Thumbnail

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন উপলক্ষে প্যানেল চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ও উপজেলা মনোনয়নের মতো এখানেও চমক সৃষ্টি করেছে দলটি। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিতেও হেভিওয়েটরা বাদ পড়েছেন। এখানেও নতুনের জয়গান গেয়েছে আওয়ামী লীগ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে এ এম আমিনউদ্দিনকে এবং সাধারণ সম্পাদক পদে মো. আব্দুন নূর দুলালকে মনোনয়ন দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে গত কয়েকবছর ধরেই অন্তর্কলহ, দ্বন্দ্ব বিদ্যমান রয়েছে। এর ফলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিএনপির আইনজীবীদের করায়ত্ত। বিএনপির প্যানেলই এখানে বারবার বিজয়ী হন। তারা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ফায়দা লুফে নেয়।

এবার আওয়ামী লীগ কোন্দলমুক্ত হতে বদ্ধপরিকর। নির্বাচনে জয়ী হয়ে সুপ্রিম কোর্টকে বিএনপি মুক্ত করতে চায়। এ জন্য এতদিন কোন্দলে থাকা হেভিওয়েটদের বাদ দেয়া হয়েছে। বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ূন, আবদুল মতিন খসরু, মেজবাহ আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলামের মতো সিনিয়র নেতাদের বাদ দিয়ে অপেক্ষাকৃত তরুণ এ এম আমিনউদ্দিনকে সভাপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে। বর্তমান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অধীনে পেশা জীবন শুরু করেন আমিনউদ্দিন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদে একবার বিজয়ী হয়েছিলেন।

বাংলা ইনসাইডার/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭