ইনসাইড গ্রাউন্ড

হারিয়ে যাচ্ছে ‘মোনেম মুন্না সড়ক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/02/2019


Thumbnail

মোনেম মুন্না, কালের গর্ভে হারিয়ে যাওয়া এক নাম। ফুটবলের সোনালী সময়ের এক উজ্জ্বল নক্ষত্র। সে সময় মুন্নার ফুটবল প্রতিভায় মোহিত ছিল পুরো দেশ। ‘আবাহনীর মুন্না, মুন্নার আবহনী’ কখনওই আলাদা করতে পারেনি কেউ। সেই মোনেম মুন্নার ১৪তম শাহাদৎ বাষির্কী। কিন্তু মনে রেখেছেন কজন।

এই নিয়ে আক্ষেপ মুন্নার স্ত্রীর ইয়াসমিন মোনেম সুরভী বলেন, ‘অনেক কষ্টের একটি দিন। প্রতিবছর হাজির হয় অনেক বিষাদ নিয়ে। ভুলার নয়। কিন্তু অনেকে ভুলে গেছে। কোন আয়োজন নেই। পরিবারের পক্ষ থেকে আমরা মসজিদ-মাদ্রাসায় মিলাদ পড়াই, টাকা-পয়সা দেই। আর মুন্না স্মৃতি সংসদের পক্ষ থেকে কবরে ফুল দেওয়া হয়, আয়োজন বলতে এই যা।’

বিষাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন মুন্নার স্ত্রী, ‘প্রধানমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তিনি আমাদের থাকার জন্য একটি ফ্ল্যাট দিয়েছেন। উনি মুন্নাকে অনেক স্নেহ করতেন। সেই সুবাদে তিনি মুন্না’র সন্তানদেরও চিনেন।’

প্রধানমন্ত্রীর ভালবাসার পরও একটা আক্ষেপ রয়েছে ইয়াসমিন মোনেম সুরভীর, ‘ধানমণ্ডির ৮ নম্বর রোড দিয়ে যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়। রাস্তাটা মুন্নার নামে করা হয়েছিল। কিন্তু এখন আর কোন চিহ্ন নেই। একটা নামফলক ছিল কিন্তু ছিন্নমূল মানুষরা সেটার উপর ভেজা কাপড় শুকাতে দেয়। ফলে মুছে গেছে মুন্নার নাম। এর বদলে মুন্নার একটা স্ট্যাচু হলে ভালো হতো। আর তা না হলে একদিন মুন্নাও মুছে যাবে এদেশের মানুষের মন থেকে।’

সুরভীর আশঙ্কা সত্যি হতে যাচ্ছে। এমনকি যে আবাহনীতে সারাজীবন খেলেছেন মুন্না, তাঁর শাহাদাৎ বার্ষিকীতেও কোন আয়োজন রাখেনি ক্লাবটি।

 

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭