ইনসাইড বাংলাদেশ

প্রধান তথ্য কর্মকর্তা হচ্ছেন জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/02/2019


Thumbnail

বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীনকে নিয়োগ দেয়া হচ্ছে। জনপ্রশাসন সূত্রগুলো জানিয়েছে, আগামী দু’একদিনের মধ্যে এ ব্যাপার প্রজ্ঞাপণ জারি হতে পারে।

এর আগে প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন বেগম কামরুন নাহার। তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়ায় শূন্য হয়ে যায় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য কর্মকর্তার পদটি।

রাষ্ট্রপতির প্রেস সচিব হওয়ার আগে তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জয়নাল আবেদীন।

বাংলা ইনসাইডার/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭