ইনসাইড গ্রাউন্ড

যাদের দিকে চোখ থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/02/2019


Thumbnail

নিউজিল্যান্ডের মাটিতে চতুর্থবারের মতো সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এর আগের তিনটিতে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। এবার সেই ইতিহাস বদলাতে চায় বাংলাদেশের ক্রিকেটাররা। কিউইদের মাটিতে অধরা জয় পেতে মরিয়া মাশরাফি অ্যান্ড কোং। কিন্তু এবারো বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিউজিল্যান্ডের। পুরো সিরিজ জুড়ে দুই দলের স্পটলাইটে থাকবেন যারা।

মুশফিকুর রহিম (বাংলাদেশ): নিউজিল্যান্ডের মাটিতে পারফরম্যান্স খুব একটা ভালো নয় মুশফিকুর রহিমের। আট ম্যাচে তাঁর রান মাত্র ১৫৬। দুই অংকের কোটা ধরতে পেরেছেন মাত্র তিনবার। অর্ধ শতকের ইনিংস আছে মাত্র একটি, ৮৬। কিন্তু সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ২১ ইনিংসে রান করেছেন ৫১৬। গড় ২৮.৬৬। সেঞ্চুরি করতে না পারলেও ৯০ রানের ইনিংস রয়েছে একটি। এছাড়া ১৯৮ ম্যাচে ৩৪.৯৪ গড়ে ৫৩৪৬ রান এসে তাঁর ব্যাট থেকে।

এছাড়া সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার মুশফিক। রোববার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬২ রান করে, সেই ধারা অব্যাহত রাখেন। সুতরাং মুশফিকই হতে পারেন নিউজিল্যান্ডের বিপক্ষে অন্যতম র্টেম্প কার্ড।

মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ): নিউজিল্যান্ডের কন্ডিশনে ভয়ঙ্কর হয়ে ওঠতে পারেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। কিউইদের বিপক্ষে এ পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছেন কাটার মাস্টার। সবগুলোই নিউজিল্যান্ডের মাটিতে। এ পর্যন্ত আটটি উইকেট পেয়েছেন তিনি। প্রতি ম্যাচেই উইকেট রয়েছে তাঁর। সেরা বোলিং ৩২ রানে ২ উইকেট।

এছাড়া এপর্যন্ত ৪০ ওয়ানেডেতে ২০.৫৬ গড়ে উইকেট শিকার করেছেন ৭৩টি। সেরা বোলিং ভারতের বিপক্ষে ৪৩ রানে ৬ উইকেট। মুস্তাফিজের বোলিংয়ের সবচেয়ে আলোচিত বিষয় হলো ইকোনমি রেট। আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি এই পেসার ওভার প্রতি রান খরচ করেছেন মাত্র ৪.৫৮। আর নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজ প্রতি ওভারে রান দেন ৪.৭৫। সুতরাং তিনিও থাকবেন কিউইদের পরিকল্পনা জুড়ে।

রস টেইলর (নিউজিল্যান্ড): বাংলাদেশের বিপক্ষে কিইউ ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে সফল রস টেইলর। ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে ৬ ইনিংসে তিন অর্ধশতকে করেছেন ২৩০ রান। সর্বোচ্চ ৭৮ রান। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ২০ ওয়ানডেতে ৭৮৬ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। টাইগার বোলারদের বিপক্ষে দুইটি শতক ও ছয়টি অর্ধশতক রয়েছে। এই সিরিজেও তিনি হতে পারেন মাশরাফির মাথা ব্যাথ্যার কারণ।

ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড): টাইগারদের বিপক্ষে মাত্র চারটি ওয়ানডে খেলেছেন ট্রেন্ট বোল্ট। বাঁহাতি এই পেসারকে এক ম্যাচ উইকেট শুন্য রাখতে সক্ষম হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। এছাড়া বাকি তিন ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে ৫ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত ৭৬ ওয়ানডেতে মাঠে নেমেছেন কিউই এই পেসার। ২৪.৮৬ গড়ে উইকেট শিকার করেছেন ১৪১টি। কিন্তু সম্প্রতি ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে করেছেন তিনি। এক ম্যাচে বোল্টের বোলিং একশর নিচে অলআউট হয় ভারত। সুতরাং বাঁহাতি এই পেসারকে মোকাবেলা করতে বাড়তি সর্তক থাকতে হবে বাংলাদেশী ব্যাটসম্যানদের।

 

বাংলা ইনসাইডার/আরইউ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭