ওয়ার্ল্ড ইনসাইড

‘মোদির জেল হওয়া উচিৎ’ ও অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/02/2019


Thumbnail

রাফাল চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এজন্য তার জেলে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

‘সন্ত্রাসীদের আখড়া ট্রাম্পের সরকার’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারকে সন্ত্রাসীদের আখড়া বলেছেন নিকোলাস মাদুরো। ট্রাম্প ভেনেজুয়েলাকে দখল করতে চায় বলেও উল্লেখ করেছেন তিনি।

মাদক সম্রাট গুজম্যান যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত

বিশ্বের সবচেয়ে সংগঠিত এবং বৃহৎ মাদক চোরাচালান চক্রের নাটের গুরু হোয়াকুইন গুজমানকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের ফেডারেল আদালত। তবে এখনো পর্যন্ত তার সাজা ঘোষণা করা হয়নি।

অচলাবস্থা এড়ালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ও রিপাবলিকান আইনপ্রণেতারা সম্ভাব্য অচলাবস্থা এড়াতে একটি চুক্তিতে পৌছেছেন। স্থাণীয় সময় সোমবার রাতে সীমান্ত নিরাপত্তা তহবিলের বিষয়ে একটি চুক্তিতে একমত হয়েছেন তারা।

ইন্টারনেট বিচ্ছিন্নের মহড়া দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া

‘সাইবার প্রতিরক্ষা’ ব্যবস্থার অংশ হিসেবে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার মহড়ার  পরিকল্পনা করছে রাশিয়া। এই মহড়ার আওতায় রাশিয়ার নাগরিক ও প্রতিষ্ঠানগুলো দেশের ভেতরে নিজেদের মধ্যে তথ্য আদানপ্রদান করতে পারবে। তবে দেশের বাইরে ইন্টারনেটে যোগাযোগের পথ বন্ধ থাকবে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭