ইনসাইড গ্রাউন্ড

ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বললেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/02/2019


Thumbnail

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা শুনিয়েছিলেন সিরিজ জয়ের আশ্বাসের কথা।  কিন্তু নেপিয়ারে প্রথম ওয়ানডেতে ব্যাট-বল দুই বিভাগেই ব্যর্থ  বাংলাদেশ। ৮ উইকেটের বড় পরাজয়ে সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে টাইগাররা। এর জন্য টপ অর্ডার ব্যাটসম্যানের দায়ী করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময় মাশরাফি বলেন, ‘এটা আমাদের জন্য কঠিন ছিল। শুরুতে আমরা অনেক উইকেট হারিয়ে ফেলেছি। আর পরাজয়ের জন্য এটাই মূল কারণ।’

এ সময় মাশরাফি আরো বলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য আমরা যথেষ্ট সময় পাইনি। অন্তত এক সপ্তাহ সময় দরকার ছিলো। তবে আমি কোন অজুহাত দিতে চাই না। আমরা খারাপ খেলেছি, তাই হেরেছি’।

প্রথম ম্যাচ হারলেও আরো দুইটি ওয়ানডে বাকি রয়েছে। মাশরাফির বিশ্বাস ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে তার দলের। তবে এর জন্য ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি, ‘আমি মনে করি ব্যাটিং আমাদের দুশ্চিন্তার বিষয়। আমাদেরকে দল হিসেবে খেলতে হবে। ইনিংসের শুরুতে উইকেট হারানো যাবে না। একই সঙ্গে বোলিং নিয়েও কিছুটা করতে হবে। তবে আমরা ভালো কিছু করতে পারবো।’

আগামী ১৬ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দুই দলের দ্বিতীয় ওয়ানডে।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭