টেক ইনসাইড

ভালোবাসা দিবসের গুগল ডুডল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/02/2019


Thumbnail

বিশ্বে ভালোবাসা দিবস নিয়ে এতো হইচই আর মাতামাতি, উদযাপনেরও কোনো শেষ নেই। উদযাপনে জায়ান্ট সার্চ ইঞ্জিন বলে খ্যাত গুগলও কিন্তু থেমে নেই। আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসেও বরাবরের মতো বিশেষ বৈচিত্র্যময় ডুডল তৈরি করেছে গুগল।

ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস উপলক্ষ্যে এবারের গুগল ডুডলের ফিচারে একজোড়া সাপ, একজোড়া মাকড়সা ও একজোড়া গুবরে পোকার উপস্থিতি দেখা যায়।

গুগল ডুডলটিতে দেখা যাচ্ছে, একজোড়া সাপ দু’দিক থেকে এসে একত্রে মিলিত হয়ে ‘ও’ অক্ষরটি তৈরি করে। এরপর দু’টি লেডিবাগ হাত মিলিত করে এবং মাকড়সা একত্রে হয়ে ভালোবাসা ছড়ায়। 

এই অ্যানিমেশনটির মাধ্যমে এই বিশেষ ডুডলটি আমাদের বোঝাচ্ছে যে, ভালোবাসা কিভাবে, কেমন ভাবে আমাদের জীবনে আবির্ভাব হয়। আর ভালোবাসায় যে স্বাধীনতা রয়েছে তা বোঝানো হয়েছে সবুজ পাতা দিয়ে। আর মাকড়সার জাল দিয়ে প্রতীকী অর্থে বলা হয়েছে ভালোবাসা আজীবন আষ্টেপৃষ্ঠে আমাদের জড়িয়ে থাকে।

২৪ ঘণ্টা বা একদিনের জন্য কোনো দিবস, ঘটনা, খ্যাতিমান ব্যক্তির কৃতিত্বকে উৎসর্গ করে গুগল তাদের হোমপেজে লোগোর পরিবর্তে বিশেষ ডুডল তৈরি করে, এটা একেবারেই চিরন্তন।

বাংলা ইনসাইডার/এসএইচ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭