ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি যুবরাজের ‘ছিটেফোঁটা’র আশায় ইমরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/02/2019


Thumbnail

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান এ সপ্তাহেই পাকিস্তান সফর করছেন। তার এই সফর ঘিরে পাকিস্তানের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন আশা করছে সফরকালে যুবরাজ জ্বালানি এবং অবকাঠামো খাতে পাকিস্তানে নতুন বিনিয়োগের ঘোষণা দেবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাকমন্ত্রী বলেছেন, ‘সৌদি আরবের অঢেল সম্পদ আছে। তাদের বিনিয়োগ তহবিলের পরিমান ১ লাখ কোটি ডলারেরও বেশি। আমরা এর থেকে ছিটেফোটা আশা করছি মাত্র।’

পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতির চাকা ঘোরাতে সৌদি যুবরাজ এখন এক বড় আশার নাম। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের বন্ধুত্ব দীর্ঘদিনের। গতবছর পাকিস্তানের ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে ৬শ’ কোটি ডলার ঋণ দিয়েছিল রিয়াদ। এবারও যুবরাজ সালমান পাকিস্তানের জন্য বিপুল অংকের বিনিয়োগ প্যাকেজ নিয়ে আসছেন বলেই জানা গেছে।

স্থানীয় সময় আগামীকাল শনিবার যুবরাজ সালমান ইসলামাবাদে পৌঁছাবেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে রিয়াদ কিংবা ভারত কোনো পক্ষই এটা নিশ্চিত করেনি।

বাংলা ইনসাইডার /এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭