ইনসাইড বাংলাদেশ

ইজতেমার প্রথম পর্বের মোনাজাত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/02/2019


Thumbnail

টঙ্গীর তুরাগ তীরে চলা ৫৪তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, বিশ্ব মানবতার কল্যাণ কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ মূলত মাওলানা সাদবিরোধীদের (জোবেয়েরের অনুসারী) ইজতেমা শেষ হলো। 

সকাল ১১টা ৫ মিনিটে  আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের। প্রায় ১৫ মিনিট ধরে তিনি মোনাজাত করেন। এর আগে উর্দুতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খোরশেদ এবং তার বাংলা তর্জমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

মাওলানা সাদের বিরোধী ও অনুসারীদের পৃথকভাবে পরিচালিত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি ৪ দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দুইদিন ইজতেমা পরিচালনার দায়িত্বে ছিলো সাদবিরোধী অর্থাৎ মাওলানা জোবায়েরের অনুসারীরা। আগামীকাল এবং পরশু ইজতেমা পরিচালনা করবে তাবলিগের সাদপন্থীরা।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭