ইনসাইড বাংলাদেশ

গ্যাস সংকটে চরম দুর্ভোগে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/02/2019


Thumbnail

ধানমণ্ডি, মিরপুর ও আজিমপুরসহ রাজধানীর বেশকিছু এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীর বেশ কয়েকটি এলাকার মানুষ। এতে বাইরের হোটেল বা রেস্তোরাঁ থেকে খাবার আনাতে বাধ্য হচ্ছেন অনেকে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানী ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আশুলিয়া ও আমিনবাজার সিজিএস প্ল্যান্ট থেকে তিতাস সিস্টেমে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলেও জানিয়েছে তারা।

মূলত এ কারণেই আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিং রোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমণ্ডি, আজিমপুর, হাজারীবাগ এবং তদসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭