ইনসাইড বাংলাদেশ

জামাত থেকে কেন্দ্রীয় নেতা মঞ্জু বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/02/2019


Thumbnail

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য মজিবুর রহমান মঞ্জুকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মজিবুর রহমান মঞ্জু।

মঞ্জু লিখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারি শুক্রবার আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর মকবুল আহমদের পক্ষ থেকে নির্বাহী পরিষদের একজন সম্মানিত সদস্য আমাকে জানান যে আমার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে।

বেশ কয়েক বছর ধরে সংগঠনের নেতাদের সঙ্গে তার মতোবিরোধ চলছিল বলেও বিবৃতিতে উল্লেখ করেন মঞ্জু।

উল্লেখ্য, গতকাল শুক্রবার জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পদত্যাগ করেন। এরপর আজ মঞ্জুর বহিষ্কারের খবর আসলো। বেশকিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, জামাত নিজেদের নাম বদল করে নতুন করে আসতে চাইছে। নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংগঠনিকভাবে কিছু পরিবর্তন আনা হলেও তাদের নেতৃত্ব ও লক্ষ্য একই থাকবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এর অংশ হিসেবেই কেন্দ্রীয় নেতারা অনেকটা নাটক করে দল থেকে বেরিয়ে যাচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭