ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে বস্তিতে আগুনে নিহত ৯, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/02/2019


Thumbnail

চট্টগ্রামের চাক্তাই ভেড়ামার্কেটে বস্তিতে অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৭ জনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। আগুনে সবাই ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছে। বস্তির অন্তত ২০০ বাড়ি পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফয়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কী কারণে আগুন লাগে তা জানা যায়নি।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- রহিমা আক্তার (৫০) ও তার মেয়ে নাজমা আক্তার (১৪), ছেলে জাকির হোসেন (৯), মেয়ে নাসরিন (৪)।  আরেক পরিবারের আয়েশা আক্তার (৩৭) ও তার ভাগিনা সোহাগ (১৮), হাসিনা আক্তার (৩৯)। বাকি দুইজনের  পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনে এসে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং আহতদের খোঁজ-খবর নেন। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন আরো বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের দাফনের জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়া হচ্ছে।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭