ইনসাইড বাংলাদেশ

বাংলায় আসছে ব্রিটিশ কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/02/2019


Thumbnail

বাংলাকে সম্মান জানিয়ে বাংলা ভাষায় ওয়েবসাইট চালু করছে ব্রিটিশ কাউন্সিল। মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এই সেবা চালু করছে তারা। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ফেসবুক পেজে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে ব্রিটেনের শিক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রমের প্রসারে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি ঢাকায় তাদের প্রথম কার্যক্রম শুরু করে ১৯৫১ সালে। বাংলাদেশে তাদের প্রধান শাখাটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডে অবস্থিত। এছাড়া ঢাকার সাত মসজিদ রোড, চট্টগ্রাম এবং সিলেটেও ব্রিটিশ কাউন্সিলের শাখা রয়েছে।

সারা বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কয়েক হাজার ছাত্র-ছাত্রী আছে। বাংলায় ওয়েবসাইট চালু হলে তাদের এই শিক্ষার্থীদের পাশাপাশি অন্যরাও উপকৃত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭