ইনসাইড বাংলাদেশ

এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/02/2019


Thumbnail

দশম সংসদ না ভেঙে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণ শেষে হাইকোর্ট জানিয়েছে, একাদশ জাতীয় সংসদের এমপিদের শপথ সংবিধান সম্মত।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি এই রিটের ওপর শুনানি শেষ হয়। এ বিষয়ে আদেশ দেয়ার জন্য হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিন ঠিক করেছিলেন।

আদালতে ওইদিন রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব এবং তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। অপরদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, মোখলেছুর রহমান প্রমুখ।

একাদশ জাতীয় সংসদের এমপিদের শপথের বৈধতাকে চ্যালেঞ্জ করে গত ১৫ জানুয়ারি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এ রিট দায়ের করেন।।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭