ইনসাইড গ্রাউন্ড

হোয়াইটওয়াশে পয়েন্ট খোয়াবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/02/2019


Thumbnail

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে হারলে রেটিং পয়েন্ট হারাবে বাংলাদেশ দল। পয়েন্ট হারালেও র‌্যাঙ্কিংয়ে আগে স্থান সাত নম্বরেই থাকবে মাশরাফি’রা।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তৃতীয় ও শেষ ওয়ানডে হারলে হোয়াইটওয়াশের লজ্জার সঙ্গে তিন তিনটি মূল্যবান রেটিং পয়েন্টও হারাবে টাইগাররা।

সিরিজ শুরু আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় এরই মধ্যে ২ কমে রেটিং পয়েন্ট হয়েছে ৯১। তৃতীয় ওয়ানডে হারলে রেটিং পয়েন্ট হবে ৯০। কিন্তু সিরিজ যদি ২-১ ব্যবধানে হারলেও রেটিং পয়েন্টের কোন পরিবর্তন হবে না। অর্থাৎ রেটিং পযেন্ট ৯৩-ই থেকে যাবে বাংলাদেশের।

তবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ না করতে পারলে ক্ষতি হবে নিউজিল্যান্ডের। সিরিজের দুই ম্যাচ জিতে ১১২ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আছে কিউই। যদি শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায়, তাহলে ১১১ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের চতুর্থতে নেমে যাবে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে তৃতীয় স্থানে উঠে আসবে দক্ষিণ আফ্রিকা।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭