ইনসাইড গ্রাউন্ড

ইংল্যান্ডকে জুনিয়র টাইগারদের বাংলাওয়াশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/02/2019


Thumbnail

দুই ম্যাচের যুব টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে মাহমুদুল হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজেও ইংলিশদের হোয়াইটওয়াশ করেছিলো জুনিয়র টাইগাররা।

চতুর্থ দিনে বাংলাদেশের দরকার ছিলো ২৯৯ রান এবং ইংল্যান্ডের ৯ উইকেট। দিনের শুরুতেই ফিরে যান তানজিদ হাসান। এরপর লম্বা জুটি গড়েন মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়। অর্ধশতক করে ৭৬ রানে হৃদয় আউট হলেও শতক তুলে নেন মাহমুদুল। ১১৪ রান করে আউট হন তিনি।

শেষ দিকে শাহাদাত হোসেন ২০ রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ম্যাচ ও সিরিজ সেরা দুটি পুরস্কারই জিতেছেন মাহমুদুল হাসান।

সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৩৩৭ (১০২.৫ ওভার)

(হিল ৯১, স্মিথ ৯০; মুজাক্কির ৩/৭৪)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ২২৮ (৮৮ ওভার)

(মাহমুদুল ৭৪, শাহাদাত ৫৬; অলড্রিজ ৪/৪৪)

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: ২২৩/৮ ডিঃ (৫৪ ওভার)

(স্মিথ ১০৪, কক্স ৩০; মিনহাজুর ৪/৭৪)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: ৩৩৩/৭ (৯৩.৩ ওভার)

(মাহমুদুল ১১৪, হৃদয় ৭৪; ফিঞ্চ ২/৬০)

ফলাফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী; বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২-০ তে সিরিজ জয়।

 

বাংলা ইনসাইডার/আরইউ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭