ওয়ার্ল্ড ইনসাইড

‘জাতীয় পতাকা হাতে আতঙ্ক ছড়াচ্ছে কারা?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/02/2019


Thumbnail

রাতের বেলা হাতে জাতীয় পতাকা নিয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের কাশ্মিরে জঙ্গি হামলা নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

বিজেপিকে এক হাত নিয়ে মমতা বলেন, ‘কাশ্মিরের পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে বিজেপি দেশে দাঙ্গা লাগাতে চাইছে। রাত ১২টা ১টার দিকে জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ানো হচ্ছে। কারা করছে এটা?’

বিজেপি ঘনিষ্ঠ আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) এর দিকে ইঙ্গিত করে মমতা বলেন, ‘দেশপ্রেমের নামে আতঙ্ক ছড়ানোই ওদের কাজ। কারো কাছ থেকে দেশপ্রেম শিখবো না আমরা।’

ভারতে নির্বাচনের আগে জঙ্গি হামলাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফায়দা লুটতে চাচ্ছেন বলে অভিযোগ করছেন অনেকেই। মমতার হুঙ্কার এতে নতুন মাত্রা যোগ করলো বলেই মনে হচ্ছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭