ইনসাইড পলিটিক্স

জামাত হচ্ছে ‘জাস্টিস পার্টি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/02/2019


Thumbnail

নতুন মোড়কে আসার অপেক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামাত নতুন যে পার্টি করবে সেটার নাম ‘জাস্টিস পার্টি’ দেয়ার চিন্তা করছে তারা। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের পার্টির আদলে দল গড়ে তুলতে চায় জামাত। 

১৯৯৭ সালে ১৭ ডিসেম্বর জামাতের মতো ধর্মভিত্তিক দল হিসেব আত্মপ্রকাশ করে ভার্চু পার্টি। ২০০১ সালে দেশটিতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে সে বছরের ২২ জুন ভার্চু পার্টি বিলুপ্ত ঘোষণা করা হয়। কিন্তু পার্টিটি সে বছরের ১৪ আগস্ট জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি যা ইংরেজিতে জেডিপি বা তুরস্কে একে পার্টি হিসেবে পুনর্গঠিত হয়। বর্তমানে দেশটির সর্ববৃহৎ রাজনৈতিক দল এরদোয়ানের এই একে পার্টি।

এরদোয়ানের পথেই হাঁটতে চাইছে জামাতের বর্তমান নেতারা। বর্তমান ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ বিলুপ্ত করে ‘জাস্টিস পার্টি’ হিসেবে আত্মপ্রকাশের জন্য জামাতের নেতারা পরিকল্পনা করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। নতুন পার্টির নেতা হিসেবে থাকবেন সদ্য জামাত থেকে পদত্যাগের ঘোষণা দেয়া ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭