ইনসাইড বাংলাদেশ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/02/2019


Thumbnail

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মাওলানা সাদ অনুসারীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি হলো। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মোনাজাত শুরু হয়। প্রায় ১৬ মিনিট দীর্ঘ মোনাজাতটি পরিচালনা করেন দিল্লির মাওলানা শামীম।

এর আগে দিনের শুরুতে উর্দুতে বয়ান করেন দিল্লির হাফেজ ইকবাল নায়ার। পরে সেটা বাংলায় তরজমা করেন বাংলাদেশের ওসামা বিন ওয়াসিফ। সকাল ১০টার দিকে উর্দুতে হেদায়েতি বয়ান করেন মাওলানা শামীম এবং তা তরজমা করেন মাওলানা আশরাফ আলী।

এর আগে গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৪তম বিশ্ব ইজতেমা। শনিবার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ করে সাদ বিরোধীরা। এরপর ১৭ তারিখ থেকে ইজতেমা পরিচালনায় থাকেন সাদ পন্থীরা। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের ইজতেমা।

 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭