ইনসাইড গ্রাউন্ড

বেঞ্চ গরম করাই যাদের কাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/02/2019


Thumbnail

রিয়াল মাদ্রিদের ইসকোর কথা কার না জানা? জিনেদিন জিদান কোচ থাকা অবস্থায় মাঝে মাঝে একাদশে সুযোগ পেতেন তিনি। কিন্তু বর্তমানে সান্তিয়াগো সোলারির অধীনে সেই সুযোগটিও পাচ্ছেন না স্প্যানিশ এই তারকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এমন হতভাগা আছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার।…

আদ্রিয়ান র‌্যাবিয়ট (পিএসজি): পিএসজির ফরাসি এই তারকার ব্যাপারটা একটু ভিন্ন। নতুন কোচ টমাস টাসেল, তাকে স্কোয়াডে রাখার জন্য মরিয়া হয়ে যান। আগামী জুন পর্যন্ত ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে আদ্রিয়ান র‌্যাবিয়টের। তাই আবারো নতুন করে চুক্তি করতে চেয়েছিলো পিএসজি। কিন্তু এতে রাজি হননি এই মিডফিল্ডার। এজন্য অনেকটা রেগে গিয়ে তাকে সাইড বেঞ্চে বসিয়ে দেয় ক্লাবটির কর্তারা। এ মৌসুম শেষেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিচ্ছেন তিনি। যদিও তার প্রতি আগ্রহ দেখিয়েছিল আর্সেনাল, টটেনহ্যাম, লিভারপুলের মতো দলগুলো।

জেমস রদ্রিগেজ (বায়ার্ন মিউনিখ): চলতি মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফরম্যান্স ছিলো জেমস রদ্রিজেগের। তিন ম্যাচে সতীর্থদের দিয়ে গোল করান দুটি। তবে মৌসুম শেষে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছাড়ার ঘোষণা দেন এই কলম্বিয়ান। এছাড়া দলের কোচ নাকি কোভাকের জন্য সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। এরপর টানা দশ ম্যাচ তাকে সাইড বেঞ্চে বসে থাকতে হয়। এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিরুদ্ধে মাত্র ২৮ মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। পরে জামার্ন লিগে মেইঞ্জের বিপক্ষে আবারও সাইড বেঞ্চে ফেরেন জেমস রদ্রিগেজ।

পাওলো দিবালা (জুভেন্টাস): গত মৌসুমে জুভেন্টাসের জার্সিতে আলো ছড়িয়েছেন পাওলো দিবালা। কিন্তু এ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেওয়ায় একাদশে জায়গা হারান তিনি। ২২ ম্যাচে বদলি হিসেবে মাঠে নামতে হয়েছে তাকে। সিরি আ’তে পারমার বিপক্ষে সেই সুযোগও পাননি তিনি। এতে কিছুটা ক্ষিপ্ত হয়ে ড্রেসিং রুমে চলে যান দিবালা। পরের ম্যাচে সরাসরি স্কোয়াড থেকে বাদ যান এই আর্জেন্টাইন তারকা।

রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি): নিজেদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফিতে লেস্টার সিটির রিয়াদ মাহরেজকে দলে নেয় ম্যানচেস্টার সিটি। কিন্তু পেপ গার্দিওলার মূল একাদশে জায়গা হয় নি এই ফুটবলারের। শুধুমাত্র ‘কাপ’ ম্যাচগুলো খেলার সুযোগ পান মাহরেজ। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ ৭ ম্যাচে মাত্র ২৪ মিনিট মাঠে ছিলেন তিনি। ২০১৫-১৬ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারকে একাদশে না রাখার জন্য দুঃখ প্রকাশ করে গার্দিওলা বলেন, ‘সে অনেক প্রতিভাবান ফুটবলার। কিন্তু আমি জানি কাকে, কোথায়, কখন এবং কিভাবে ব্যবহার করতে হয়।’

মেসুত ওজিল (আর্সেনাল): আর্সেনালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হলেন মেসুত ওজিল। কিন্তু কোচ উনাই এমেরি’র আস্থা অর্জন করতে ব্যর্থ হন এই জার্মান তারকা। ফলস্বরূপ ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচের মধ্যে মাত্র ১৪টিতে মাঠে নামতে পেরেছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিসিবি বলছে, আর্সেনালের স্প্যানিশ কোচ জার্মান তারকাকে ক্লাব ছাড়ার পরামর্শ দিয়েছেন। কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে ওজিলের পারফরম্যান্স এবং আচরণে সন্তুষ্ট নন ক্লাবটির কর্তারা।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭