কালার ইনসাইড

পুলিশি হেফাজতে সালমানকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/02/2019


Thumbnail

সমলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট।

আজ ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলেই সালমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইউটিউবার হিসেবে পরিচিত সালমান মুক্তাদির। সম্প্রতি তার বিরুদ্ধে অশ্লীল ভিডিও নির্মাণের অভিযোগ ওঠে। ‘অভদ্র প্রেম’ শিরোনামের একটি গানের ভিডিও তার ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার পর এই অভিযোগ ওঠে।

গত ৯ ফেব্রুয়ারি ভিডিওটি সালমান তার ‘সালমান দ্য ব্রাউন ফিশ’ চ্যানেলে প্রকাশ করেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে নিন্দার ঝড় বয়ে যায়। এরপর থেকে দ্রুতগতিতে কমতে থাকে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা। ১৩ লক্ষাধিক সাবস্ক্রাইবার থেকে সপ্তাহের ব্যবধানেই ১১ লাখের নিচে নেমে যায়।

হতকাল ১৮ ফেব্রুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে সালমান মুক্তাদিরের অবস্থান জানতে চেয়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’ এরপরই আজ জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করা হয়।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭