ইনসাইড গ্রাউন্ড

সাব্বিরের প্রথম শতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/02/2019


Thumbnail

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক তুলে নিলেন সাব্বির রহমান। তার শতকের উপর ভর করে নিউজিল্যান্ডের দেওয়া ৩৩১ রানের লক্ষ্যে লড়ছে বাংলাদেশ।

ইনিংসের শুরুতেই তিন উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় বাংলাদেশ। মাত্র ২ রানে ৩ উইকেট হারায় টাইগাররা। ইনিংসের প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তামিম ইকবাল (০) এবং সৌম্য সরকারকে (০) সাজ ঘরে ফেরান  টিম সাউদি। এরপর ১ রানে লিটন কুমার দাসকে প্যাভিলিয়নের পথ দেখান সাউদি। এ নিয়ে টানা তিন ম্যাচেই ব্যক্তিগত ১ রানে আউট হন লিটন।

দলীয় ৪০ রানের মাথায় মুশফিক (১৭) ও ৬১ রানের মাথায় মাহমুদউল্লাহর (১৬) বিদায়ে আবারও বিপদে পড়ে বাংলাদেশ।

তবে ষষ্ঠ উইকেট জুটিতে ১০১ রান যোগ করেন সাব্বির ও সাইফউদ্দিন। সাইফউদ্দিন ৪৪ রানে ফিরে গেলেও শতক তুলে নেন নিষেধাজ্ঞা থেকে ফেরা সাব্বির। ১০৫ বলে ১০০ রান নিয়ে ব্যাট করছেন সাব্বির।

তার শতকরে পরপরই বিদায় নেন বাংলাদেশকে কক্ষপথে রাখা মিরাজ। ৩৪ বলে ৩৭ রান সাউদির বলে গাপটিলের হাতে ধরা পড়েন মিরাজ। ৪৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৩৭/৮।

এর আগে তিন কিউই ব্যাটসম্যান রস টেইলর (৬৯), হেনরি নিকোলস (৬৪) এবং টম লাথামের (৫৯) অর্ধশতকে  ৬ উইকেটে ৩৩০ রান করে নিউজিল্যান্ড।

বাংলা ইনসাইডার/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭