ইনসাইড গ্রাউন্ড

পরিসংখ্যানে বাংলাদেশের যত হোয়াইটওয়াশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/02/2019


Thumbnail

সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। উল্টো অতীত রেকর্ড ধরে রেখে হয়েছে হোয়াইটওয়াশ। এ নিয়ে নিউজিল্যান্ডের কাছে পঞ্চমবারের মতো হোয়াইটওয়াশ হলে বাংলাদেশ। এর চারটিই কিউইদের মাটিতে। আর সব মিলিয়ে ২৬তম হোয়াইটওয়াশ। 

তবে ক্রিকেটের লজ্জাকর এই রেকর্ডে বাংলাদেশের সামনে আছে শুধুমাত্র খর্বশক্তির জিম্বাবুয়ে। ৩১ বার হোয়াইটওয়াশ হয়ে তালিকার সবার ওপরে আছে জিম্বাবুয়ে। দ্বিতীয়স্থানে বাংলাদেশ। তৃতীয় রয়েছে দুইবার ওয়ানডে বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ, ১৭ বার। ১৪ বার ধবলধোলাই হয়ে চতুর্থতে আছে নিউজিল্যান্ড। এছাড়া শ্রীলংকা ৯, ইংল্যান্ড ৮ ও অস্ট্রেলিয়া ৫ বার হোয়াইটওয়াশ হয়েছে। ভারত এখন পর্যন্ত তিনবার হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে। তবে চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা এই লজ্জায় পড়েছে মাত্র ২ বার। সবচেয়ে কম একবার করে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান ও আয়ারল্যান্ড। আইরিশদের ধবলধোলাইয়ের রেকর্ড আবার বাংলোদেশের বিপক্ষে।

হোয়াইটওয়াশের তালিকাঃ

দেশ

সংখ্যা

জিম্বাবুয়ে

৩১

বাংলাদেশ

২৬

ওয়েস্ট ইন্ডিজ

১৭

নিউজিল্যান্ড

১৪

শ্রীলংকা

ইংল্যান্ড

অস্ট্রেলিয়া

কেনিয়া

ভারত

দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান

আয়ারল্যান্ড




বাংলাদেশ প্রথম হোয়াইটওয়াশের স্বাদ গ্রহণ করে ২০০০-০১ সালে জিম্বাবুয়ের মাটিতে। বাংলাদেশ সবচেয়ে বেশি হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচবার। পাকিস্তানের কাছে চারবার, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে তিনবার করে।

প্রতিপক্ষ

সিরিজ

সাল

হোম/অ্যাওয়ে

জিম্বাবুয়ে

৩-০

২০০০-০১

অ্যাওয়ে

জিম্বাবুয়ে

৩-০

২০০১-০২

হোম

পাকিস্তান

৩-০

২০০১-০২

হোম

শ্রীলংকা

৩-০

২০০২

অ্যাওয়ে

দক্ষিণ আফ্রিকা

৩-০

২০০২-০৩

হোম

অস্ট্রেলিয়া

৩-০

২০০৩

অ্যাওয়ে

পাকিস্তান

৫-০

২০০৩

অ্যাওয়ে

ইংল্যান্ড

৩-০

২০০৩-০৪

হোম

ওয়েস্ট ইন্ডিজ

৩-০

২০০৪

অ্যাওয়ে

নিউজিল্যান্ড

৩-০

২০০৪-০৫

হোম

শ্রীলংকা

৩-০

২০০৫

অ্যাওয়ে

অস্ট্রেলিয়া

৩-০

২০০৫-০৬

হোম

শ্রীলংকা

৩-০

২০০৭

অ্যাওয়ে

নিউজিল্যান্ড

৩-০

২০০৭-০৮

অ্যাওয়ে

দক্ষিণ আফ্রিকা

৩-০

২০০৭-০৮

হোম

পাকিস্তান

৫-০

২০০৭-০৮

অ্যাওয়ে

অক্ট্রেলিয়া

৩-০

২০০৮

অ্যাওয়ে

নিউজিল্যান্ড

৩-০

২০০৯-১০

অ্যাওয়ে

ইংল্যান্ড

৩-০

২০০৯-১০

হোম

পাকিস্তান

৩-০

২০০৯-১০

হোম

শ্রীলংকা

৩-০

২০১৩-১৪

হোম

ওয়েস্ট ইন্ডিজ

৩-০

২০১৪

অ্যাওয়ে

নিউজিল্যান্ড

৩-০

২০১৬-১৭

অ্যাওয়ে

দক্ষিণ আফ্রিকা

৩-০

২০১৭-১৮

অ্যাওয়ে

নিউজিল্যান্ড

৩-০

২০১৯

অ্যাওয়ে

বাংলাদেশ যাদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে:

বাংলাদেশ সর্বপ্রথম হোয়াইটওয়াশ করার আনন্দ পায় ২০০৬ সালে। কেনিয়াকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা। পরের বছর বাংলাদেশ সফরে আসে কেনিয়া। সেবার ৪-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশ জিম্বাবুয়েকে সর্বপ্রথম হোয়াইটওয়াশ করে। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে ২০০৯ সালে।

বাংলাদেশ যাদের হোয়াইটওয়াশ করেছে:

প্রতিপক্ষ

সিরিজ

সাল

হোম/অ্যাওয়ে

কেনিয়া

৩-০

২০০৬

অ্যাওয়ে

কেনিয়া

৪-০

২০০৫-০৬

হোম

জিম্বাবুয়ে

৫-০

২০০৬-০৭

হোম

আয়ারল্যান্ড

৩-০

২০০৭-০৮

হোম

ওয়েস্ট ইন্ডিজ

৩-০

২০০৯

অ্যাওয়ে

নিউজিল্যান্ড

৪-০

২০১০-১১

হোম

নিউজিল্যান্ড

৩-০

২০১৩-১৪

হোম

পাকিস্তান

৩-০

২০১৫

হোম

জিম্বাবুয়ে

৫-০

২০১৪-১৫

হোম

জিম্বাবুয়ে

৩-০

২০১৫-১৬

হোম

জিম্বাবুয়ে

৩-০

২০১৫-১৬

হোম


এ পর্যন্ত মোট এগারো বার হোয়াইটওয়াশ করার আনন্দ পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে জিম্বাবুয়ে সবচেয়ে বেশি চারবার ধবলধোলাই হয়েছে টাইগারদের কাছে। নিউজিল্যান্ড ও কেনিয়া দুবার করে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড একবার করে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের কাছে।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭