ওয়ার্ল্ড ইনসাইড

‘মহাকাশ সেনা’ গড়তে নির্দেশনায় স্বাক্ষর করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/02/2019


Thumbnail

মহাকাশ সেনাবাহিনী গড়ে তুলতে একটি নির্দেশনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এসপিডি-৪ শীর্ষক ওই নির্দেশনায় স্বাক্ষর করেন তিনি।

এসপিডি-৪ এর মাধ্যমে ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে মহাকাশ সেনাবাহিনী গড়ে তুলতে নির্দেশ দিলেন। এই বাহিনী গড়ে উঠলে এটা হবে মার্কিন মিলিটারির ষষ্ঠ শাখা।

গত বছরের মার্চেই মহাকাশ সেনা বাহিনী গড়ে তোলার স্বপ্নের কথা জানিয়েছিলেন ট্রাম্প। এই বাহিনী চীন ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে সুবিধা এনে দেবে বলেই মনে করেন তিনি। তবে ট্রাম্পের এই স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মার্কিন কংগ্রেস। কারণ মহাকাশ বাহিনী নিয়ে ট্রাম্প যে নির্দেশনা দিয়েছেন সেটা বাস্তবায়ন করতে হলে কংগ্রেসের অনুমোদনের দরকার হবে। আর কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট নেতারা মহাকাশ বাহিনী গঠনকে অপ্রয়োজনীয় খরচ বলেই মনে করছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭