ইনসাইড বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ৩২ ইউনিটেও থামছে না আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2019


Thumbnail

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩২ টি ইউনিট। আগুনে ছোট ছোট বিস্ফোরণ হচ্ছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

সর্বশেষ রাত সাড়ে ১২টায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা বলেন, আগুন ভয়াবহ আকার ধারণ করছে। তবে নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। ভবনটির নিচে গোডাউন রয়েছে। কিন্তু সেটি প্লাস্টিক না কি কেমিক্যাল কারখানা তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগে বিস্ফোরণ হয়ে পাশের বিল্ডিংয়েও ছড়িয়ে পরে আগুন।

জানা যায়, ভবনের উপরের ফ্ল্যাটগুলোতে ২০-২২টি পরিবার থাকতো। তাদের সবাইকে নিরাপদে নামানো সম্ভব হয়নি এখনো। আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে মোট ৫০ জন চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ১০ দগ্ধ হয়েছেন।

এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ দুইজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাংলা ইনসাইডার

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭