ইনসাইড বাংলাদেশ

চকবাজার অগ্নিকাণ্ড: ৭০ মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2019


Thumbnail

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৩৭ টি ইউনিটের সঙ্গে বিমান বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে এখনো বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। 

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনগুলো এখনো উত্তপ্ত হয়ে আছে। এ কারণে দমকল কর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করে উদ্ধার তৎপরতা চালাতে বাধার মুখে পড়ছেন। তাপ কমিয়ে আনতে ভবনগুলোর ওপর হেলিকপ্টার থেকে পানি ছোড়া হচ্ছে।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, ঢাকা মেডিকেলের মর্গে ৭০ টি মৃতদেহ পাঠানো হয়েছে। এছাড়া সেখানকার বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন আরো অন্তত ৪১ জন।

উল্লেখ্য, গতকাল বুধবার রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার অন্তত ৪ টি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ভবনগুলোতে রাসায়নিকের গোডাউন থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭