ইনসাইড গ্রাউন্ড

ফুটবলীয় উপকরণে ভরপুর এক ম্যাচ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2019


Thumbnail

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে শালকে জিরো ফোরের  মাঠ থেকে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি।  
 
আক্রমণ, পাল্টা আক্রমণ, গোল, পাল্টা গোল, ফ্রি থেকে গোল, পেনাল্টি থেকে গোল, হ্যান্ডবল, লাল কার্ড এবং সবশেষ যোগ হওয়া ভিডিও এসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর। রোমাঞ্চকর এক ফুটবল ম্যাচে যা যা থাকার প্রয়োজন এর সব কিছু ছিলো ম্যানচেস্টার সিটি ও শালকে জিরো ফোরের ম্যাচে।
 
সার্জিও অ্যাগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটিজেনরা। দুই পেনাল্টি গোলে ম্যাচে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। ৬৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানসিটির ডিফেন্ডার নিকোলাস ওটোমেন্ডি। ফি-কিক থেকে জার্মান তারকা সানের গোলে সমতায় ফেরে সিটিজেনরা। আর ম্যাচের ইনজুরি টাইমে রাহিম স্টালিংয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। 
 
বাংলা ইনসাইডার/আরইউ 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭