ইনসাইড বাংলাদেশ

পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2019


Thumbnail

পুরান ঢাকায় যত কেমিক্যাল কারখানা এবং অবৈধ ও বিপজ্জনক কারখানা ও গুদাম আছে সেগুলো অনতিবিলম্বে অপরসারণের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চকবাজারের এই দুর্ভাগ্যজনক ঘটনায় প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ঘটনায় আহতদের অনতিবিলম্বে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গেও কথা বলেছেন। নিমতলীর ঘটনার পরও এই এলাকায় কেন এখনও অবৈধ কেমিক্যাল কারখানা গুদামগুলো সরিয়ে ফেলা হলো না সেটা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আর বিলম্ব করার সময় নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অনতিবিলম্বে এই এলাকার যত কেমিক্যাল কারখানা, অবৈধ কারখানা ও গুদামগুলো বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

একইসঙ্গে চকবাজারসহ পুরো পুরান ঢাকা এলাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের নির্দেশ দিয়েছেন।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭