ওয়ার্ল্ড ইনসাইড

ওপারেও পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2019


Thumbnail

কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস

বৃহস্পতিবার সকাল ৭টায় কলকাতার পার্ক সার্কাসের সাতরাস্তার মোড় থেকে কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের আয়োজনে প্রথম প্রভাতফেরি বের হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি’ গানে গানে খালি পায়ে ওই প্রভাতফেরি এগিয়ে যায় কলকাতার বাংলাদেশ উপদূতাবাস্থ শহীদ মিনারের দিকে। উপ হাইকমিশনার তৌফিক হাসান, উপদূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে প্রভাতফেরিতে যোগ দেন হাজারো সাধারণ মানুষও।

পৃথক পৃথক প্রভাতফেরির আয়োজন করে ভাষা ও চেতনা সমিতি, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ও। বেনাপোল পৌরসভা ও বনগাঁ পৌরসভার আয়োজনে পেট্রাপোল-বেনাপোল সীমান্তেও ভাষা দিবস পালিত হচ্ছে।

প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনেও। এছাড়াও পশ্চিবঙ্গের অন্য জেলাগুলোতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭