ইনসাইড বাংলাদেশ

বার্ন ইউনিটে ভর্তি ৯ জনের কেউই আশঙ্কামুক্ত নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2019


Thumbnail

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ ৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এর মধ্যে গুরুতর অগ্নিদগ্ধ একজন আইসিইউতে এবং বাকি ৮ জন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পোস্ট অপারেটিভে জাকির (শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে), রেজাউল (শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে), সালাউদ্দিন (শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে), হেলাল (শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে), সেলিম (শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে), মুজাফফর (শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে), মাহমুদ (শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে) ও আনোয়ার (শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আইসিইউতে ভর্তি সোহাড়ের শরীরে ৬০ শতাংশ পুড়ে গেছে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, ভর্তি ৯ জনের মধ্যে কারোর অবস্থাই ভালো না। প্রায় প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে।

গতকাল রাত ১০টা ১০ মিনিটের এই অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় বার্ন ইউনিটে মোট ১৮ জন রোগী এসেছিলেন বলেও জানিয়েছেন ডা. সামন্ত লাল।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭