ইনসাইড বাংলাদেশ

চকবাজারের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/02/2019


Thumbnail

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দিলীপ কুমার ঘোষকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুজন সদস্য হলেন সহকারী পরিচালক সালাউদ্দিন আহমেদ ও উপসহকারী পরিচালক আবদুল হালিম। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় দফতরের পরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে এ কমিটি গঠন করা হয়। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ জানান, অগ্নিকাণ্ডে ৭০টি মরদেহ উদ্ধার হয়েছে। ৪১ জন আহত হয়েছেন। আগুনের কারণ এখনও জানা যায়নি। তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭